বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এরই মধ্যে তুরস্ক থেকে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টার্কিশ এয়ারের একটি চার্টার্ড বিমান।
গণমাধ্যমকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ফিরতি ফ্লাইটে বেলা সোয়া ১টার দিকে বিমানটিতে ১৫৪ জন তুরস্কের নাগরিক নিজ দেশে ফিরে যান।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় বিভিন্ন দেশ তাদের আটকে পড়া নাগরিকদের অন্য দেশ থেকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদেরকেও ফিরিয়ে আনছে সরকার।