লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে মা এবং তার দুই মেয়েকে কুপিয়ে জখম করেছে একই বাড়ির পতিপক্ষরা। গত কাল বৃহস্পতিবার সন্ধায় চরপাতা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রামের মজুমদার বাড়িতে ঘটনাটি ঘটে। গুরুতর জখমপ্রাপ্ত আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন আমেনা বেগম (৪৫), দুই মেয়ে তানিয়া (১৪), প্রিয়া (১৮) । আমেনা বেগম মজুমদার বাড়ির প্রবাসী সালাউদ্দিন মজুমদারের স্ত্রী ও দুই মেয়ে তানিয়া ও প্রিয়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে ও হাসপাতালে চিকিৎসাধীন আমেনা বেগম গনমাধ্যম কর্মীদের বলেন, আমার শশুর সফিউল্যা মজুমদারের সাথে একই বাড়ির মোফিজ গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। হঠাৎ গতকাল বিকেলে মফিজের স্ত্রী সাবু বেগম, মেয়ে নাজমা ও পাখি বেগম আমার বসত ঘরের সামনে এসে পিঁছন থেকে লাঠি দিয়ে আমার শশুরকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বিষয়টি দেখে শশুরকে বাঁচাতে গেলে আমি এবং আমার দুই মেয়েকে দা বটি দিয়ে কোপায়, এতে আমরা জ্ঞান হারিয়ে পেলি। হাসপাতাল আসার পর চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম দেখতে পাই।
বর্তমানে আমার দুই মেয়ের শারীরিক অবস্থা অবনিতির দিকে। তাদের দুজনের দুই হাতের রগ ও আঙ্গুল কেটে যায়। তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালায়। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।
এই বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ মফিজ বলেন, আমার ভাইয়ের চোখ খারাপ। সে আমার স্ত্রী ও মেয়েদের দিকে কুনজর দেয়। এজন্য তাদের উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। তারা ও আমার পরিবারের উপর হামলা করেছে একজনকে পিটিয়ে জখম করেছে সে এখন লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি আছে।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন এই বিষয়টি কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।