তীব্র তাপদাহে পুড়ছে রাজধানীসহ সারাদেশ। এর মধ্যে মড়ার উপর খাঁড়ার ঘা অসহনীয় যানজট। আজ সোমবার (৮ মে) সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ির দীর্ঘ জট তৈরি হতে দেখা যাচ্ছে। গাড়ির জটে সকাল থেকে অধিকাংশ সড়ক অনেকটা অচল হয়ে পড়েছে। তীব্র গরম আর তাপদাহের মধ্যে অসহনীয় যানজটের কারণে দৈনন্দিন কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
আজ সরেজমিন দেখা যায়, একটি সিগন্যাল পেরিয়ে আরেকটি সিগন্যালে পৌঁছতে লাগছে দীর্ঘ সময়। কোথাও ধীরে গাড়ি চললেও কোথাও একেবারে গাড়ি বন্ধ করে দীর্ঘ অপেক্ষা করছেন চালক-যাত্রী সবাই। তীব্র গরমের মধ্যে ভয়াবহ যানজটের কারণে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এক সপ্তাহ আগেও মোটরসাইকেলে আধা ঘণ্টায় সদরঘাট থেকে উত্তরায় যাওয়া যেতো। গণপরিপবহনে একটু বেশি সময় লাগতো। সেইটুকু পথ যেতে এখন সময় লাগছে আড়াই ঘণ্টার বেশি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্লেখ্য, গত মাসের ১৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরুর পর থেকেই বেশ ফাঁক ছিল রাজধানী। ঈদের ছুটি শেষ করে অফিস শুরু হলেও অনেকেই বাড়তি ছুটি নিয়েছিল বলে শহরে যানজট তেমনটা ছিল না। এরপর সাপ্তাহিক ছুটির সাথে মে দিবসের ও বৌদ্ধ পূর্ণিমার ছুটি মিলে প্রায় ১৫ দিনের মতো একটা ছুটির আমেজ ছিল রাজধানীজুড়ে। এই সময়ে ফার্মগেট থেকে বারিধারায় যেকোনো বাহনে যাতায়াতে সময় লাগতে ১৫-২০ মিনিট। কিন্তু চিরচেনা রূপে ফিরে আসা রাজধানীতে আজ সেই সড়কে সময় লাগছে দেড় ঘণ্টারও বেশি। প্রতিটি মোড়ে প্রতিটি সিগন্যালে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সবধরনের যানবাহনকে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি