আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছর ২০২২ সালের শুরুতেই জেল থেকে মুক্ত হয়ে অবশেষে মুক্তির স্বাদ পেলেন সৌদি রাজকুমারী বাসমা বিনতে সৌদ। তবে এ মুক্তির জন্য বিনা কারণে তিন বছর জেল খাটতে হয়েছে তাঁকে। তাঁর সঙ্গেই মুক্তি দেওয়া হয়েছে তাঁর মেয়ে সুহাউদকে।
শনিবার এক টুইট বার্তায় মানবাধিকার সংগঠন আলকোয়েস্ট এ খবর জানিয়েছে বলে বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট আই। যদিও মুক্তি পাওয়ার পরে রাজকুমারী বাসমা কোথায় গিয়েছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
রাজ পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও পর্দানসীন মেয়েদের অধিকার নিয়ে লড়াইয়ে নেমেছিলেন ৫৭ বছর বয়সী রাজকুমারী বাসমা। যদিও তার ওই বিপ্লব পছন্দ করেন সৌদির বর্তমান যুবরাজ সলমান। ২০১৯ সালে চিকিৎসার জন্য সুইৎজারল্যান্ডে যায়ার আগেই কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করা হয় তাকে। এরপর থেকে আল-হাইর কারাগারে বন্দি ছিলেন তিনি।
২০২০ সালের এপ্রিলে তিনি কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কারামুক্তির আবেদন জানান।
খবরে বলা হয়েছে, বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাস্থ্যগত দিক বিবেচনায় রাজকুমারী বাসমা বিনতে সৌদকে মুক্তি দিয়েছেন।
মানবাধিকার সংগঠন আলকোয়েস্ট জানিয়েছে, বাসমাকে কারাগারে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এ কারণে তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। তবে বাসমা বিনতে সৌদের শরীরের প্রকৃত অবস্থা জানা যায়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র : মিডল ইস্ট আই।