গণমাধ্যমের সামনে কান্নাকাটি একজন ক্রিকেটারের জন্য অসম্মানজনক। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এমন মন্তব্য করেছেন বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। ফিটনেসের কারণে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া তাসকিনের, আবেগ নিয়ন্ত্রণ করা উচিৎ ছিলো বলে মনে করেন তিনি।
সুজন বলেন, ‘মন খারাপ থাকবে, আমি কাছের মানুষের কাছে শেয়ার করবো। কিন্তু, এটা পাবলিকলি আসবে, এটা ঠিক না। আমি ব্যাপারটা কোনোভাবেই নিতে পারিনি। আমি তাসকিনকে সবসময় অন্যভাবেই দেখি, খুব ছোট থেকেই তাসকিনকে দেখেছি। আমার কাছে জিনিসটা ভালো লাগেনি। কারণ, সে বড় হয়েছে। সে অনূর্ধ্ব-১৯ এ নেই।’
তিনি আরো বলেন, ‘একটা খেলোয়াড়ের খারাপ সময় যাবে, ভালো সময় আসবে। ও জানে যে, ওর সিলেকশনটা একটা মাত্র কারণেই সম্ভবত নির্বাচকরা আটকে রেখেছেন, সেটা হল ওর ফিটনেসের কারণে। আর ওয়ার্ল্ড কাপ কিন্তু এখনি না। অনেক সময় আছে। আর তাসকিন যদি এরমধ্যে ভালো হয় তাহলে পুনরায় চিন্তা করার ব্যাপার তো থাকতেও পারে। কিন্তু যেভাবে মিডিয়াতে এসেছে বা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে সেটা আমি মনে করি, জাতীয় দলের একজন খেলোয়াড়ের জন্য অসম্মানের। মানসিকভাবে আমাদের শক্ত হতে হবে। আমরা তো বড় দলের বিপক্ষে খেলি, অনেক কঠিন সময় হ্যান্ডল করতে হবে। আপনি যদি হেরেই কান্নাকাটি করেন তাহলে তো হবে না।’