মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান ও শ্রীমঙ্গল পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু’র নেতৃত্বে সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিতব্য সমাবেশস্থলে যোগ দিতে শ্রীমঙ্গল উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জেলা বিএনপির প্রচার সম্পাদক ইদ্রিস আলী, পৌর বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ ৪৬ টি বাসগাড়িবহর সহ শত শত নেতাকর্মীদের নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশস্থলে যোগ দেন।
সিলেট বিভাগীয় বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং ঘরে না ফেরার শপথ নেওয়া হয়েছে। রোববার (৯ জুলাই) বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে সমাবেশের প্রধান বক্তা কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সামাবেশে আগত জনতা এবং নেতা-কর্মীদের এই শপথবাক্য পাঠ করান।
প্রধান বক্তার বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আজ দেশ বাঁচানোর ডাক দিয়েছেন। তার আহ্বানে রাজপথে নেমে এসেছে বাংলার তরুণ সমাজ। আজ তরুণরা জেগে উঠেছে। তরুণরা জেগে উঠলে কোন স্বৈরশাসকই ক্ষমতায় টিকতে পারেনি। এই সরকারও টিকে থাকতে পারবে না।’’
সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপস্থাপনায় সমাবেশে বিশেষ বক্তার বক্তব্য দেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর কমিটির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এছাড়াও গুমের শিকার হওয়া বিএনপি’র নেতাদের পরিবারের সদস্য এবং নির্যাতনের শিকার বিএনপি নেতাদের কয়েকজন সমাবেশে বক্তব্য রাখেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি