পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলে মানিয়ারার হানাং পর্বতের ঢালের কাছে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৮৫ জনের মত। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্দালু আজান্স এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আজ সোমবার (৪ ডিসেম্বর) দেশটির প্রশাসনিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিয়ারার আঞ্চলিক কমিশনার কুইন সেন্ডিগা সাংবাদিকদের বলেন, কাদা থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধারের পর এক দিন আগে মৃতের সংখ্যা ৪৭ থেকে বেড়ে ৪৯-এ দাঁড়িয়েছে। আমরা আশা করছি মৃতের সংখ্যা বাড়বে কারণ কিছু লোক এখনও নিখোঁজ রয়েছে। সরকার উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য সেনাবাহিনী, পুলিশ, ফায়ার, রেসকিউ এবং অন্যান্য অঙ্গ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।
তিনি আরো বলেন, বন্যায় কাতেশ থেকে সিঙ্গিদা অঞ্চল পর্যন্ত মহাসড়কটি ধ্বংসস্তূপের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, কারণ বাড়িঘর ও গাছপালা ডুবে গেছে।
রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বন্যায় আক্রান্ত দুর্গতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার অভিযান এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় মনোযোগ দেওয়ার জন্য সমস্ত সরকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, বন্যাকে তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হয়ে থাকে। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হন। গত মাসে তানজানিয়ায়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৬ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি