চলতি বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরিতে রয়েছেন তাসকিন। তবে কি ইনজুরির কারনে তাসকিনের বিশ্বকাপ শেষ হওয়ার পথে? এমনি হাজারো প্রশ্ন উকি দিচ্ছে তাসকিন ভক্তদের মাঝে। আফগানিস্তানের বিপক্ষে সেই প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরনো চোট ফিরে আসে তাসকিনের। এরপরেও অবশ্য চোট নিয়ে খেলেছেন ডানহাতি এই পেসার। তবে কখনই নিজের বোলিং কোটা পূরণ করতে পারেননি তিনি। এর ফলে দলকেও পড়তে হয়েছে বিপাকে। আর এখন ইনজুরির কারনে তাসকিনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
বিশ্বকাপে টিম টাইগারদের প্রথম প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৬ ওভার বোলিং করেন তাসকিন। চোট শঙ্কা নিয়ে দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওভার এবং তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভার বোলিং করতে দেখা যায় ডানহাতি এই পেসারকে। আর সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে তো একাদশেই রাখা হয়নি তাসকিনকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলা নিয়েও শঙ্কা জেগেছে। জানা গেছে, এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি তাসকিন। পুনেতেই তার কাঁধের এমআরআই করানো হয়েছে। বর্তমানে পর্যবেক্ষণে আছেন তিনি। যদিও তার রিপোর্ট কোনো কিছুই স্পষ্ট জানানো হয়নি। সাকিবের ইনজুরির মতো তাসকিনের বেলায়ও ধোঁয়াশা তৈরি করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
এদিকে বিসিবির সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সম্ভাবনা নেই তাসকিনের। তবে বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। কিন্তু বিশেষ সূত্রে জানা গেছে, অবস্থা অনুযায়ী যদি তাসকিনের অপরারেশন করানো হয়, তাহলে কমপক্ষে দেড় থেকে দুই মাস থাকতে হবে মাঠের বাইরে।
তবে চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে আপাতত সে দিকে যাবে না টিম ম্যানেজমেন্ট। আর রিপোর্টে যদি গুরুতর কিছু ধরা পড়ে, তবে হয়ত বিশ্বকাপই শেষ হয়ে যাবে তাসকিন আহমেদের!!!
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি