হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের একজন জেষ্ঠ্য বিচারপতির নেতৃত্বে তদন্ত চলছে।
এরইমধ্যে এ তিনজন বিচারপতিকে বিচারকাজ থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কজলিস্ট থেকে বাদ দেয়া হয়েছে তাদের নাম।
অভিযোগ ওঠা বিচারপতিরা হলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি একেএম জহুরুল হক এবং বিচারপতি কাজী রেজাউল হক।
এর আগে গত ১৬ মে বিচারপতি সালমা মাসুদ ও একেএম জহুরুল হকের বিরুদ্ধে অস্বাভাবিক রায় দেয়ার অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি তদন্তের বিষয়টি প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির বিষয়, আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য নয়।