মোঃ শফিকুল ইসলাম বাবু : ভোলার তজুমদ্দিনে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন প্রকল্পের পঞ্চগ্রাম খালে মাটি কাটার সময় মালিকানা বাগান ও ফসলি জমি কাটার অভিযোগ করেছেন স্হানীয়রা। জোরপূর্বক বাগান ও ফসলি জমি কাটার প্রতিবাদ করলে ঠিকাদারের লোক ও ভেকু সর্দার জমির মালিকদের মাটি চাপা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ প্রকল্পে মাটি কাটায় শ্রমিকের বদলে ব্যাবহার হচ্ছে ভেকু।
সরেজমিনে এ অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাচরা ইউনিয়নে ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন -২ এর আওতায় পঞ্চগ্রাম খাল খনন প্রকল্প চলছে। ৫১ লাখ টাকায় ২১ শ মিটারের এ খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাওলাদার বিল্ডার্স, তজুমদ্দিন।
অভিযোগে তারা আরও জানান, সরকার কর্মসংস্থানের উদ্দেশ্য খাল খনন প্রকল্প গ্রহণ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিক এর বদলে ভেকু দিয়ে মাটি খনন করছে।
অসহায় বিধবা রিজিয়া বেগম বলেন, তাহের চেয়ারম্যান, রিয়াজ উদ্দিন সহ ঠিকাদারিতে পার্টনারের লোকেরা আমার একমাত্র সম্পদ ১৬ শতাংশ সুপারি বাগান খাল কাটার নামে কেটে নিয়েছে, কিন্তু কোন ক্ষতি পূরণ পাইনি।
সাবেক মেম্বার মোঃ শাজাহান (৬৫) বলেন, আমরা ঠিকাদারদের লোকদের জোর জুলুমের বিষয়ে চাচরা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে জানানোর পরও কোন সমাধান পাইনি।
এ বিষয়ে ঠিকাদারি কাজের পার্টনার রিয়াজুদ্দিন বলেন,মালিকানা বাগান জমি নষ্ট হচ্ছে বলে স্বীকার করেন। ইতিমধ্যে প্রকল্পের ১৬ শ মিটার খাল খনন কাজ শেষ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন অনুযায়ী কাজ এগুচ্ছে। আমরা যার যা ক্ষতি হচ্ছে সাথে সাথে তার ক্ষতি পূরণ করে দিচ্ছি।