ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।
ডিসি তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী শাহবাগ থানায় রুজুকৃত এজাহারনামীয় আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারক কে গ্রেফতার করা হয়েছে। ঊর্মি ও রাকিবের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।
এর আগে, রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগ থানায় ছাত্রলীগের ২২০ জন সদস্যদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম আসামী হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সেক্রেটারি শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সায়ন ও সেক্রেটারি তানভীর হাসান সৈকত।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি