ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের সামনে ঐ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
এক বার্তায় বলা হয়েছে, রাত সাড়ে ৮টায় ঢাবির ভিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে আরেক ভিডিও বার্তায় সমন্বয়ক রিফাত রশিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আজ রাত সাড়ে ৮টায় ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি। আজ রাতে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ভিসির বাসভবনের ফটক ছাড়ব না।
এর আগে, আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাপ ও মুখোশ পড়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন ১০-১২ জনের একটি দল। বিশ্ববিদ্যালয়টির মধুর ক্যান্টিনের সামনে থেকে তাদের স্লোগান দিতে দেখা যায়। মুখে মাস্ক পরে মিছিল করা ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে’, ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম মিছিল।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি