প্রদীপ কুমার, বিশেষ প্রতিনিধিঃ ঢাকা-১৮ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন কেন্দ্রীয় যুব মহিলালীগের সভাপতি ও সাবেক সাংসদ নাজমা আক্তার। ২০ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ থেকে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, ঢাকা – ১৮ আসনের মাননীয় সাংসদ ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুনের মৃত্যজনিত কারণে আসনটি শূন্য হয়।
১৯৮১ থেকে রাজনীতিতে পদার্পণের পর থেকে হাজার চড়াই উৎরাই পেরিয়ে আসা নাজমা আক্তার বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির এক জীবন্ত প্রতিচ্ছবি। দলের প্রয়োজনে নিঃস্ব হয়েও হাল ছাড়েননি সংগ্রামী এই নেত্রী। স্বেরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও স্বৈরাচার এরশাদের পতন পর্যন্ত রাজপথে অবস্থান, ১/১১’র অগণতান্ত্রিক শাসনামলে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার পরবর্তী মিছিল মিটিংয়ের কারণে গ্রেফতারী পরোয়ানা ও মালামাল ক্রোকের পরও রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখা, ২০০১ এর নির্বাচন পরবর্তী মামলা হামলা উপেক্ষা করে নেতা কর্মীদের রাজপথে সক্রিয় রাখা সহ অসংখ্য রাজনৈতিক সংগ্রামের বলিষ্ঠ রাজনৈতিক নেত্রী নাজমা আক্তার ঢাকা-১৮ আসনের মানুষের প্রিয় মুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক (রোকেয়া হল) থাকাকালীন আওয়ামীলীগের দুঃসময়ে ছাত্রলীগকে নিয়ে স্বৈরাচার সরকারের গনবিরোধী কার্যকলাপের প্রতিবাদ করেছেন। তিনি ২০০২ সাল থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় যুব মহিলালীগের সকল কার্যক্রম স্বচ্ছতা ও বিশ্বস্ততার সাথে পালন করে আসছেন। পরিচ্ছন্ন ও সুস্থ রাজনীতির বাহক নাজমা আক্তার ঢাকা-১৮ আসনের জনগণের পরিচিত ও আস্থাভজন। শোষণ, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আপোষহীন এই নেত্রী এই আসনটিতে মনোনীত হলে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে এলাকাবাসী মনে করে।
তাছাড়া তার হাত ধরেই এ এলাকার কাঙ্খিত উন্নয়ন সম্ভব বলে মনে করে এলাকাবাসী। মনোনয়নপত্র সংগ্রহ করে যুব মহিলালীগ সভাপতি সকলের দোয়া প্রার্থী।