ঢাকা মেডিকেল কলেজ ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ জানান, বুধবার (১৮ মার্চ) এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। যারা এমবিবিএসের ছাত্র তাদের জন্য কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সব অফিস খোলা থাকবে। তবে যারা চিকিৎসায় নিয়োজিত তাদের জন্য খোলা।
এর আগে সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এক জরুরি বৈঠক হয়। এতে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।