ঘন কুয়াশার কারণে আজও ফের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে, গতকাল ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস-পিকআপ-মাইক্রবাস সহ বেশ কয়েকটি যানবাহনের মধ্যে পৃথক পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক মাইক্রোবাস চালক নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানায় পুলিশ।
আজকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম।
মো. সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়েটির ঢাকাগামী লেনে বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারানো কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের এক নারী নিহত এবং চালকসহ আরও ৫ জন আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৪ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি