ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরেক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিজ বাসায় থাকাবস্থায় তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
নিজের করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে ওই শিক্ষার্থী বলেন, পরীক্ষায় আমার করোনাভাইরাস পজিটিভ এসেছে। আমি এখন নিজ বাসা মোহাম্মদপুরেই আছি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের আরেক শিক্ষার্থীর করোনা পজেটিভ এসেছে। সে এখন হোম আইসোলেশনে আছে। আমরা তার সঙ্গে যোগাযোগ রাখছি। তাকে সবধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয় করবে।
গত ১২ এপ্রিল সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে পরের টেস্টে তার নেগেটিভ এসেছিল। ওই শিক্ষার্থী রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মানিকদির বাসায় থাকতেন।