বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতিতে তৃতীয়বারের মতো ৩২৮ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ চার্টার্ড ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের ওই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বেবিচক সূত্র জানায়, বিমানটি কাতারের দোহা বিমানবন্দর হয়ে ওয়াশিংটন যাবে। ট্রানজিট থাকলেও করোনাভাইরাস ঝুঁকির কারণে ওই দেশে কোনো যাত্রী নামতে পারবেন না।
এদিকে করোনাভাইরাসের কারণে গত শুক্রবার জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ১২৩ জার্মান নাগরিক। এছাড়া এর আগে ভুটান, রাশিয়া, জাপান ও মালয়েশিয়ার নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন।