আজ বুধবার (১১ ডিসেম্বর) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে এই রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, কুমিল্লার দাউদকান্দিতে প্রথমে এই যানজট শুরু হয়।
আরো জানা গেছে, প্রতিটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে লোকাল বাস ও মাইক্রোবাসগুলো মহাসড়কে যাত্রী ওঠানামা করানো আর উল্টোপথে যানবাহন চলাচলের কারণে এই মহাসড়কে নিয়মিত যানজট হচ্ছে। আজকের যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী ও চট্টগ্রামগামী যাত্রীরা।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান গণমাধ্যমে বলেন, ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যানবাহন চলাচল এবং উল্টোপথে যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৫৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি