সপ্তাহখানেকও বাকি নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। প্রায় শতভাগ স্টল-প্যাভিলিয়নের বরাদ্দ শেষ। প্রস্তুতির কাজও শেষের দিকে; এমন দাবি করে মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানাল, এবারই প্রথমবারের মতো মেলায় থাকছে অনলাইন টিকেটিং ব্যবস্থা। অব্যবস্থাপনা রোধে থাকবে বিশেষ নজরদারি।
এবারের মেলায় নানা ক্যাটাগরির প্যাভিলিয়ন আর স্টল থাকছে কমবেশি সাড়ে ৫০০। প্রতিষ্ঠানগুলো প্যাভিলিয়ন নির্মাণে নান্দনিকতার দিকে যেমন জোর দিচ্ছে, তেমনি পণ্যের প্রচারণায় ভিন্নতা আনারও পরিকল্পনা থাকছে। ডিজাইনাররা বলেন, ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ভিন্নতা আসছে। লাইটের খেলা আছে। দর্শকরা আসলে তাদের ভালো লাগবে।
এবারই প্রথম যুক্ত হচ্ছে অনলাইন টিকেটিং ব্যবস্থা; আর মূল ফটক হবে মেট্রোরেলের আদলে। বিশেষ নজর রাখা হবে খাবারের স্টলগুলোর দিকে; থাকবে বিনোদনের সুযোগ আর বিশ্রামের সুবিধা। ঐতিহ্যে পরিণত হওয়া এই মেলার সব প্রস্তুতি শেষ হবে উদ্বোধনের আগেই; এমনটাই দাবি আয়োজক প্রতিষ্ঠান ইপিবি’র।
ডিআইটিএফ’র পরিচালক আবু হেনা মোরশেদ জামান বলেন, কেউ কেউ কিছু কাজ বাকি রেখে দিয়েছেন। অনলাইন টিকেট এবার চালু হবেই।
পুরোদমে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪তম আসরের প্রস্তুতির কাজ। বিগত দিনের অভিজ্ঞায় দেখা গেছে, মেলা শুরুর পরও শেষ হয় না এই কর্মকাণ্ড। তবে এবার সেই বিব্রতকর অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায় কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্টল-প্যাভিলিয়নের নান্দনিক নকশা আর সার্বিক ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর পরিবেশ পাবেন মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা, এমনটাই অভিমত এখানে যারা কাজ করছেন তাদের।