ইউক্রেনে হামলার দায়ে ফিফা ও উয়েফা কর্তৃক নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থাতেই ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলতে আসছে রাশিয়ার মেয়েরা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ২০ মার্চ শুরু হতে যাওয়া সাফ আসরের সূচি প্রকাশ করা হয়েছে। সেখানে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের অধীন বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে রাশিয়াকেও সূচিতে রাখা হয়েছে। সাফ আঞ্চলিক সংস্থা হলে এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) সঙ্গে যুক্ত।
সাফের দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলঙ্গা, নেপাল, মালদ্বীপ, ও পাকিস্তান। এ ব্যাপারে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, আসলে ডেভেলপমেন্ট প্রোগ্রাম হওয়ায় এই আয়োজনে অংশ নিতে কোনো সমস্যা নেই।
তিনি বলেন, ওই নিষেধাজ্ঞা জাতীয় দল ও উয়েফার টুর্নামেন্টগুলোর জন্য প্রযোজ্য। এ ব্যাপারে আমরা এএফসির সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, কোনো সমস্যা নেই।