গত ৮ মার্চ, ২০২৪ইং চট্টগ্রাম নন্দনকানস্থ বৌদ্ধ বিহারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ, বরেন্য সাংঘিক ব্যক্তিত্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সফল মহাসচিব, বৌদ্ধ পন্ডিত ও গবেষক, বহু গ্রন্থপ্রণেতা অধ্যাপক ড. জিনবোধি মহাথের উপর অবৈধ বৌদ্ধ সমিতি কর্তৃক হামলার প্রতিবাদের ব্যানারে ফটিকছড়ি উপজেলাধীন সচেতন বৌদ্ধ জনসাধারণ ও উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির যৌথ আয়োজনে গেল শনিবার (১৬ মার্চ) বেলা ২টা থেকে উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক র্যালি বের করা হয়।
উক্ত মানববন্ধন তথা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-বাবু দীবাকর বড়ুয়া চন্দন, উপদেষ্টা-ছিলোনীয়া জ্ঞানরত্ন বিহার, শিক্ষক রতন চোঃ, সাধারণ সম্পাদক-হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, এডভোকেট উত্তম কুমার মহাজন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাবু সজল বড়ুয়া-উপদেষ্টা বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল ও মহাসচিব ভূজপুর বৌদ্ধ পরিষদ, বাবু পবিত্র বড়ুয়া-যুগ্ম সাধারণ সম্পাদক ভূজপুর বৌদ্ধ পরিষদ, মেম্বার আশীষ কান্তি বড়ুয়া-সভাপতি নানুপুর চন্দ্রজ্যোতি বিহার পরিচালনা কমিটি, বাবু পবন বড়ুয়া পংকজ-সাধারণ সম্পাদক হাইদচকিয়া শান্তিধাম বিহার পরিচালনা কমিটি, নারী নেত্রী নীলিমা বড়ুয়া-সদস্য উত্তর জেলা আওয়ামীলীগ চট্টগ্রাম, মেম্বার টুব্লু বড়ুয়া-সাধারন সম্পাদক, কোঠারপাড় বৌদ্ধ ত্রিরত্নাংকর বিহার, বাবু সেফু বড়ুয়া (অপূর্ব)-অনুষ্ঠান সঞ্চালক, অর্থ সম্পাদক শীলমৈত্রী পরিষদ চট্টগ্রাম।
এতে আরো বক্তব্য দেন-বাবু রিটন বড়ুয়া, বাবু রনজিত বড়ুয়া, বাবু স্পটু বিকাশ বড়ুয়া, সুমিত বড়ুয়া, ভৌধিশ্রী ভিক্ষু, পলটন বড়ুয়া, টিপন বডুয়া, মিন্টু বড়ুয়া, রনবীর বড়ুয়া লিংকন, শয়ন বড়ুয়া, রিপন বড়ুয়া, ডেনি বড়ুয়া, চানু মং মারমা, শিক্ষক আদর্শ বড়ুয়া, অমৃত বড়ুয়া প্রমুখ।
উক্ত প্রতিবাদ সভার উদ্বোধক-ভদন্ত বিজয়ান্দ থের মহোদয়, ভদন্ত রতন প্রিয় মহাথের, সুমন জৌতি থের, ভদন্ত ভৌধিশ্রী থের, ভদন্ত অমৃতানন্দ থের, প্রমুখ ভিক্ষু সংঘ।
উক্ত প্রতিবাদ সভা সঞ্চালনা করেন বাবু সেফু বড়ুয়া (অপূর্ব)। এতে আরো বিভিন্ন বিহার কমিটি তথা সংঘটনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি