নীলফামারী জেলার ডোমার বহুমখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ রবিউল আলম অবসর গ্রহণ করেছেন। ২ অক্টবর ২০২৪ ইং তারিখে তিনি অত্র বিদ্যালয় হতে অবসর গ্রহণ করেন। সকাল ১১ ঘটিকার বিদ্যালয়ের হলহুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অত্র সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল আলম , বিদ্যালয় সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা । অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ তাহার হাতে বিভিন্ন শুভেচ্ছা উপহার তুলে দেন।
জানা যায়, ১৯৯০ সালে তিনি অত্র বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করে, ২০০৯ সালে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।তাছাড়াও তিনি অত্র বিদ্যালয়ের স্কাউট দলের সভাপতি পদেও দায়িত্ব পালন করেন। জানা যায় তিনি খুব ন্যায়, নিষ্ঠার সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।এবং ছাত্রদের সাথে কথা বললে তারাও তাহার অনেক প্রশংসা করেন।
তিনি তাহার বিদায়ী বক্তবে বলেন যে, তিনি বিদ্যালয়টি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার চেষ্টা করেছেন। এবং তিনি বিদ্যালয়ে সমস্ত কাগজ পত্র সহ জমির আয়ব্যয়ের হিসাব নিকাশ ভাল ভাবে বুঝিয়ে দিতে পেরেছেন, পরবর্তীতে এ দিয়িত্বে যিনি আসবেন তিনিও যেনও এ বিদ্যালয়ের জন্য ভাল কিছু করেন তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে তাকে ফুলদ্বারা সু-সজ্জিত গাড়ীতে করে তার বাড়ীতে পৌঁছিয়ে দেওয়া হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি