নীলফামারী জেলার ডোমার উপজেলার বড় রাউতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল চার টার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার মো. বাকিবুল্লাহর ছেলে মো. জাহাঙ্গীর (৩৬) ও একই উপজেলার ঢাংগীর হাট এলাকার আবু তালেবের ছেলে মো. জাহাঙ্গীর ওরফে ডিপজল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (২০ ডিসেম্বর) ডোমার হতে দেবীগঞ্জ যাওয়ার পথে বড় রাউতা ইউনিয়ন পরিষদের সামনে ফরিদপুর-ট-১১-০৩৯৫ নম্বর প্লেটের ঘাতক ট্রাকটি উচ্চ গতিতে গিয়ে মোটরসাইকেলে সজোরে আঘাত দেয়। এতে মোটর সাইকেলটি পড়ে যায় ঘাতক ট্রাকটি মোটরসাইকেলটিকে প্রায় ১০০ গজ টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি আর এগোতে না পারলে ড্রাইভার পালিয়ে যায়।
তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ঘটনাস্থল হতে ১ জনের মরদেহ উদ্ধার করে ও একজনকে ডোমার উপজেলা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়িদ চৌধুরী দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি