মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে বেসরকারী সাহায্য সংস্থা পল্লীশ্রী রিপ প্রকল্পের স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় পল্লীশ্রী রিপ প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার।
বিশেষ অতিথি কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, উপজেলা পল্লীশ্রী”র ইউনিট ম্যানেজার সামসুল হক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফরহাদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা পল্লীশ্রী রিপ প্রকল্পের সহকারি এ্যাডভোকেসি হুমায়রা মৌ”র সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম তার বক্তব্যে বলেন এলাকায় পুষ্টি, বাল্যবিবাহ, জঙ্গী,সন্ত্রাস,মাদক নিমূলের উপর বিষদ বিবরণ টেনে আলোচনা করেন। পাশাপাশি এসব রোধ কল্পে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।