গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার মাহিগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকায় শিল্পী বেগম (২২) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালানোর সময় ওই গৃহবধূর ঘাতক স্বামীকে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ডোমারের মাহিগঞ্জ ডাঙ্গা পাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে শিল্পী বেগমের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় নূরনবী ইসলামের। বিয়ের পরে তারা দুজনে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত কয়েকদিন আগে নূরনবী ইসলামের সঙ্গে শিল্পী বেগমের মনোমালিন্য হয়। এরপর বাবার বাড়িতে চলে আসেন শিল্পী।
সোমবার বিকেলে নূরনবী তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসেন। এসময় তাদের দুজনের মধ্যে আবার বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নূরনবী ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর গলাকেটে দেন। পরে তার গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনা বিষয়টি সত্যতা জানিয়ে বলেন, ‘নূরনবী তার স্ত্রীর গলাকেটে দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময়ে স্থানীয়রা তার শরীরে রক্ত দেখে শিমুলতলী বাজার এলাকায় ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক স্বামী আটক করে থানায় নিয়ে আসে। তিনি জানান, শিল্পী বেগমের বাবা বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করে।
আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি