নীলফামারীর ডোমার উপজেলার ডোমার-গোমনাতি সড়কের কালার মোড় নামক স্থানে সড়ক দূর্ঘটনায় বুলবুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছেন।
গতকাল সোমবার কালার মোড় নামক সড়কে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে বুলবুল গুরুতর আহত হয় । তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুলবুল পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাইদার ইসলামের পুত্র বলে জানা যায়।
ডোমার থানা (ওসি) আরিফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৩ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি