নীলফামারীর ডোমার উপজেলা রংপুর বিভাগের সর্ব উত্তরের একটি উপজেলা। এখান থেকে অনেক কাছে দার্জিলিং ও হিমালয় পর্বত। বাংলাদেশে শীতের আমেজ শুরু হয় এসব উপজেলা থেকে। এবারও তার বিপরীত নয়।
বিগত কয়েক দিন ধরেই ডোমারে লক্ষ করা যাচ্ছে রাত গভীর হলেই কুয়াশার দেখা। ভোর বেলা কুয়াশায় চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ।দিনে একটু একটু গরম থাকলেও রাতে ও ভোর রাতে শীত অনুভব হচ্ছে বেশ ভালো ভাবেই। শরীলে কাথা- কম্বল ঢাকা নিতে হচ্ছে।
চারদিকে লক্ষ করলে দেখা যাচ্ছে কমতে শুরু করেছে খাল-বিলের ও জমির পানি। ভোর বেলা গাছপালা ও ধান ক্ষেতে শীশীর বিন্দুতে ভিজে যাচ্ছে।
উত্তর অঞ্চলে যেমনি কুয়াশা পরছে শীত অনুভূত হচ্ছে, তেমমিভাবে বাজার গুলোতে দেখা মিলছে শীত কালীন শাকসবজি , যেমন- লাউ, ফুলকপি,পাতা কপি, মিম, মুলা, লালশাক ইত্যাদি।
অত্র উপজেলার বিভিন্ন এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান, দিনের বেলা গরম থাকলেও ভোররাতে শীত অনুভূতি হচ্ছে , শরীরে ঢাকা নিতে হচ্ছে কাথা কম্বল। ভোরবেলা কুয়াশার চাদরে চারপাশ ঢেকে যাচ্ছে।
আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৬ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি