“দুনিয়ার মজদুর, এক হও”—এই স্লোগানকে সামনে রেখে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। সোমবার (১লা মে) সকাল থেকে জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের নেতৃত্বে পৃথকভাবে ডোমার উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এছাড়া রাজনৈতিক দলগুলোর শ্রমিক শাখার নেতৃবৃন্দরাও সাংগঠনিক কর্মসূচি হিসেবে মিছিল করে।
ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজার নেতৃত্বে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক-ট্র্যাংক লড়ী শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা অটোবাইক মালিক সমবায় সমিতি, লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন, কাঠ শ্রমিক ইউনিয়নের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরে, উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান রুবেল ও পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন রকির নেতৃত্বে অটো শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমনের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। এছাড়াও ডোমারের বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ আয়োজনে মিছিল, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি