নীলফামারীর ডোমার উপজেলায় অনিয়ম, দূর্নীতি ও পরীক্ষা কেন্দ্রে চরম বিশৃঙ্খলার কারনে মাধ্যমিক স্কুলের চারটি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এর আগেও একি ঘটনায় উল্লেখিত নিয়োগটি স্থগিত ঘোষনা করা হয়েছিল।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ চান্দখানা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি পদে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়। যথা সময়ে নিয়োগ পরীক্ষার জন্য স্কুলটির রুমের তালা খুলতে যায় প্রধান শিক্ষক জহুরুল হক প্রামানিক। এসময় স্থানীয় কয়েকজন প্রধান শিক্ষককে রুমের তালা খুলতে বাধা দেয় এতে গন্ডগোল শুরু হয়।
মোছাঃ রত্না আক্তার নামে এক নিয়োগ পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, “স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন (ঢোল মেম্বার) নিয়োগ দেওয়ার কথা বলে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে।কিন্তু এখন তাকে নিয়োগ না দিয়ে সভাপতির মেয়ে ও নাতিকে নিয়োগ দেওয়ার পায়তারা করছে। এখন তিনি আমার দেওয়া টাকা ফেরত দিতে চায়। যা তার জন্য বড় ধরনের ক্ষতি হবে বলে কান্না জড়িত কন্ঠে বলেন রত্না আক্তার”
এসময় বিদ্যালয় মাঠে ‘জয় বাংলার দেশে,দূর্নীতিবাজদের ঠাঁই নেই’ শ্লোগান দিতে থাকে একদল যুবক।
স্কুলের প্রধান শিক্ষক জহুরুল হক প্রামানিক জানান “ইউপি সদস্যা জেবুননেছার স্বামী সলেয়মান বিএনপি করে। তিনি নিয়োগ পরীক্ষা বানচাল করার নানান ষড়যন্ত্র করছে। বিশৃঙ্খলার জন্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে”।
স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন (ঢোল মেম্বার) জানান, “স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকেই নিয়োগ দেওয়া হবে। তার মেয়ে ও নাতীকে নিয়োগ দেওয়ার কথাটি তিনি অস্বীকার করেন”।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম মুঠোফোনে বলেন, সেখানে বিশৃঙ্খলার কারনে নিয়োগ পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ নেই। তাই উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে অফিসে ডাকা হয়েছে। তাদের মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত; দক্ষিণ চান্দখানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারি, পরিচ্ছন্ন কর্মী,আয়া ও অফিস সহায়ক পদে ৪১জন চাকুরী প্রত্যাশী আবেদন করে। তাদের মধ্যে চার পদে চারজনকে নিয়োগ দেওয়ার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে বিশৃঙ্খলার কারনে স্থগিত করা হয় নিয়োগ পরীক্ষাটি। এর আগে পরীক্ষায় অনিয়ম, দূর্নীতি, সভাপতি ও প্রধান শিক্ষকের আত্মীয়দের চাকুরী দেওয়া হতে পারে মর্মে ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে গত সোমবার (১৮ডিসেম্বর) স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৮ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি