নীলফামারী জেলার ডোমার উপজেলার হলহলিয়া মাস্টার পাড়া সংলগ্ন জায়গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে খবর পেয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। তবে নিহত ঐ বৃদ্ধার পরিচয় এখনো জানা যায়নি।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃদ্ধাকে খুবই বিকৃত অবস্থায় রেললাইনের উপর থেকে পাওয়া গিয়েছে, পরে পুলিশকে খবর দিলে সৈয়দপুর রেলওয়ে পুলিশ এসে বৃদ্ধার লাশ উদ্ধার করে। সম্ভবত রাতে কোন এক সময় তিনি রেললাইনে কাটা পড়েছেন, কোন ট্রেনে কাটা পড়েছেন সেটিও এখনো জানা যায়নি কেউ বলতেও পারছেন না।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার (ওসি) মোঃ মাহমুদ উন নবীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, ডোমারের জোড়াবাড়ি হলহলিয়া মাস্টার পাড়া সংলগ্ন জায়গায় ট্রেনে কাটা পড়া এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে, লাশটি হিমঘরে রাখা হয়েছে, আগামীকাল ময়নাতদন্ত করা হবে। পরিচয় এখনো সনাক্ত করা যায়নি, পরিচয় সনাক্তে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩৭ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি