নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের জুবায়ের রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যার ঘটনা নিয়ে এখনো এলাকায় বিরূপ প্রতিক্রিয়া চলছে। গত ১৬ অক্টোবর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। লাশ দাফনের পরেও পরিবার ও এলাকাবাসী কেউ মেনে নিতে পারছে না জুবায়েরের আত্মহত্যার ঘটনাটি। তাদের ধারণা ঘটনার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে বাড়ির থেকে বেশ কিছু দূরে হত্যার পর তার লাশ গাছের ডালে ঝুলিয়ে রেখে আত্মহত্যার রূপ দিয়েছে। তবে জুবায়েরের প্রেমিকাকে অন্য এক ছেলে পছন্দ করায় ঘটনাটি ঘটতে পারে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই আসল ঘটনা বেরিয়ে আসবে এই প্রত্যাশা সকলের।
জুবায়েরের বিমাতা পারভিন বেগম জানান, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন জুবায়ের রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। এ সময় কে বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর জুবায়েরের পিতা অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কিছুদূরে রেল লাইনের ব্রিজের পাশে বাঁশঝাড় সংলগ্ন একটি আম গাছের ডালে ঝুলন্ত জুবায়ের লাশ দেখতে পায়। আমার বিশ্বাস যারা ফোন করে ডেকে নিয়ে গেছে তারাই আমার ছেলেকে হত্যা করেছে। জুবায়েরের মোবাইল ফোনের রেকর্ড যাচাই-বাছাই করলে সত্যতা বেরিয়ে আসবে।
জুবায়েরের পিতা মোক্তারুল ইসলাম বলেন, ঘটনার দিন রাতে বাড়ি এসে দেখি ছেলে তার ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির উত্তর দিকে রেল লাইনের ব্রিজে জুবায়েরের দুই সহপাঠীকে বসে থাকতে দেখি। তাদের মাধ্যমে ব্রিজের পাশে আম গাছে ডালে জুবায়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। আমি ছেলের লাশ নিয়ে কান্না ও চিৎকার শুরু করলে ওই দুই যুবক পালিয়ে যায়। ভয়-ভীতির কারণে ওই দুই যুবকের নাম প্রকাশ করতে পারছি না। রাতে বাড়িতে পাথর সুরে আমাদের ভয় ভীতি দেখিয়ে আসছে। পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটছে আমার।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েকে তার সহপাঠীর একজন পছন্দ করত। এ নিয়ে বাগ বিতর্কটা ও প্রেমিক জুবায়েরকে হুমকি-ধমকি ও দেওয়া হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে। সুষ্ঠু তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।
প্রতিবেশী রূপালী বলেন, পিতা ও মাতার সাথে জুবায়ের বসবাস করে আসছে। তাদের মধ্যে কোন কলহ বিবাদ ছিল না। জুবায়েরের আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক। সুষ্ঠু তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৩ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি