নীলফামারী জেলার ডোমার উপজেলার শব্দিগঞ্জ বনবিভাগের গাছ দিন-রাত কর্তন করে আসছিল একদল বনদস্যু। জানা যায় গত ৫ আগস্টে আওয়ামী সরকার পতনের পর থেকে সেখানে বিভিন্ন মহল গাছ কেটে চলছিল। সেখানে কেউ বাধা দিতে গেলে তাদের হেনস্তা করেন তারা।বন বিভাগের কর্মকর্তারা বন বিভাগের গাছ কর্তনে বাধা দিতে গেলে তাদেরও ভয় দেখিয়ে বাধার মুখে রাখে।দীর্ঘ কয়েকদিন থেকে উড়াধুরা ভাবে শব্দিগঞ্জ বনবিভাগের গাছ কর্তন করে আসছে এই বনদস্যুরা। এভাবে দিনে –রাতে প্রায় কয়েক বিঘা জমির গাছ কর্তন করেছেন তারা।
এরই এক পর্যায়ে শব্দিগঞ্জ বিট কর্মকর্তারা প্রসাশনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে ০৭ (নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলা ভূমি কর্মকর্তা, ডোমার থানা পুলিশ এবং বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় তারা ঘটনার সত্যতা পান এবং দেখেন সেখানে বন বিভাগের শত শত গাছ কর্তন করা হয়েছে। সেসময় গাছকর্তনকারী বনদস্যুরা আগে ভাগেই সেখান থেকে পালিয়ে যায়।
পরে শব্দিগঞ্জ বন বিভাগের দায়িত্বে থাকা বিট কর্মকর্তার কাছে গাছ কর্তনের সাথে জড়িত কয়েকজনের নাম পাওয়া যায়। পরবর্তীতে সেখান থেকে গাছ কাটার অভিযোগে শব্দিগঞ্জ বন বিভাগ সংলগ্ন বাসিন্দা তফি ও তোফার পিতা সুবহান কে ডোমার থানা পুলিশ আটক করে।
ডোমার থানা পুলিশের অফিসার ইনচার্জ তফি-তফার বাড়িতে গেলে সেখানে থাকা কয়েকজন মহিলা বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয়, তাদেরকে গাছ কাটার বিষয়ে অফিসার ইনচার্জ প্রশ্ন করলে সেখান থেকে একজন মহিলা জানান ,গাছ কাটছি তো কি হইছে, সারা বাংলাদেশে সব ফরেস্টের গাছ কাটা হছে, হামরাও গাছ কাটছি, তা কি হইছে।
আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৫ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি