মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে চিলাহাটির ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামে ছোট ভাইয়ের বন্ধককৃত জমির ধান কেটে নিল তারই আপন বড় ভাই। অবশেষে জমিদারী শাসন আমলের বর্বরতাকেও হার মানিয়ে দিলো এ ঘটনা। গ্রাম্য শালিশে সুবিচার না পেয়ে অবশেষে ছোট ভাই বড় ভাইয়ের নামে থানায় লেখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইগঞ্জ গ্রামের মৃত কাজী তৈয়বের ছোট ছেলে আব্দুর রউফ একই গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে জোহারা আক্তার ছেলে রাহাদ বাবুর কাছ থেকে এসএ খতিয়ান ১০৫ দাগ ৭৩৭১ জমি ৫৫ শতক বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছে। গত ২৪ এপ্রিল পারিবারিক জমিজমার জের ধরে আব্দুর রউফের বড় ভাই রেজভী আলম জোর পূর্বক ছোট ভাইয়ের বন্ধককৃত জমির ধান কাটতে যায়। এ সময় বাধা দিতে গেলে রেজভী সাঙ্গ-পাঙ্গ নিয়ে লাঠিসোটা দা কুড়াল দিয়ে আব্দুর রউফের উপর হামলা চালাতে গেলে প্রতিবেশীদের হস্তক্ষেপে রক্ষা পান।
আব্দুর রউফ বন্ধককৃক জমির ধান হারিয়ে সুবিচারের জন্য দ্বারে দ্বারে ঘুড়ার পর ২৭ এপ্রিল ডোমার থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেন। এ ছাড়াও তিনি বড় ভাইয়ের নানান হুমর্কী ও ধমকীতে মানবেতর জীবন যাপন করছেন।
রেজভী আলম বলেন, দীর্ঘদিন থেকে ওই জমিতে আমি চাষাবাদ করে আসছি। প্রতিবারের মত এবারও আমার লাগানো ধান আমি কেটে নিয়ে এসেছি।
প্রতিবেশী বীরমুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কানু বলেন, আব্দুর রউফের ওই জমি তারই বড় ভাই দীর্ঘদিন থেকে জোর পূর্বক ভোগ দখল করে আসছে।
ইউপি সদস্য সাদেকুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে জমাজমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। সমাধান না করে ধান কাটা ঠিক হয়নি।