”বৃক্ষ নিধন আর নয়, দেশকে করুন বৃক্ষময়” এই স্লোগান কে সামনে রেখে “Chilahati আমাদের চিলাহাটি” গ্রুপের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৩ পালন করা হচ্ছে।
আজ ০২-০৮-২০২৩ ইং রোজ বুধবার নীলফামারী জেলার ডোমার থানার ভোগডাবুরী ইউনিয়ন অন্তর্গত চিলাহাটিতে ২য় দিনে চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে ১৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ১ টি করে চারা বিতরণ করেন তারা।
তারা জানায়, প্রতিবছর নির্বিচারে গাছ কাটি কিন্তু ১ টি গাছ কাটলে ৫ টি করে গাছের চারা রোপণ করতে হয়।গাছ রোপন করলেও ইউকালেক্টাসের মত পরিবেশ ক্ষতিকর গাছ রোপন করি যার ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
আমরা Chilahati আমাদের চিলাহাটি গ্রুপের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি অন্তত ২০২৩ টি বিভিন্ন গাছের চারা রোপণ করবো।আমরা যদি যে যার স্থান থেকে বাসার খালি জায়গাতে অন্তত ৫ টি চারা রোপণ করি তাহলে আমাদের প্রিয় জন্মভূমি চিলাহাটি সবুজে ভরে উঠবে।
জানা যায় “Chilahati আমাদের চিলাহাটি “গ্রুপের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে এবং সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারদেরকে সাহায্য করে আসছে তারা।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি