নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ৮ টি দোকানপাটের সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। ২০ (সেপ্টেম্বর) শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান- গোমতী বাজারের মাছহাটি এবং কাঁচামাল হাটির মাঝখানে দোকানগুলোতে আগুন ধরে। তারা জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। চিলাহাটি ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস লিডার নুর আলম সিদ্দিকী জানান- রানার চায়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ৮ টি দোকান ভস্মীভূত হয়েছে , ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫লক্ষ টাকা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি