ডেঙ্গু মোকাবিলায় এবার নতুন উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। ওয়ার্ড কাউন্সিলরকে আহ্বায়ক করে ওয়ার্ডে ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন।
ডিএনসিসি মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম গ্রহণের জন্য সাত সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মকবুল হোসাইন বলেন, টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা প্রস্তুত করা। বিশেষ করে নির্মাণাধীন ভবন, সুউচ্চ ভবন, টিনসেড বাড়ি, সরকারি অফিস, বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, হোস্টেল, ছাদ বাগান, পরিত্যক্ত বাড়ি, জলাশয়, ড্রেন, খোলা বাজারসহ সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা করা।
এ বিষয় মঙ্গলবার সন্ধ্যায় অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন