সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৩৬০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮২ জন ও ঢাকার বাইরের ৭৮ জন।
বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৩০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৮ জন এবং ঢাকার বাইরে ২৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৯২৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৩০৩ জন হয়েছেন।
সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী চার হাজার ৫৮৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী তিন হাজার ৫৮৩ জন এবং ঢাকার বাইরে এক হাজার তিন জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন