ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ৪জন ঢাকার হাসপাতালে এবং ৭জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকায় ১৮ জন এবং ঢাকার বাইরে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৯২ জন এবং ঢাকার বাইরে ৩১২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছে আটজন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়েছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন