গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৫৩ জনের মৃত্যু হলো।
এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮০৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৬১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৫৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
শুক্রবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৮৭৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৮৫১ জন। মারা গেছেন ৪৫৩ জন। এরমধ্যে ঢাকা সিটির ৩৪৩ জন এবং ঢাকা সিটির বাইরের ১১০ জন। এদিকে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
ডিবিএন/এসই/ এমআরবি