তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা গেয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর নেতৃত্বে একটি দলের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুরস্ত বাদে ফতেহপুর এলাকার বরাকের পুল সংলগ্ন হারুন মিয়ার ফার্নিচারের দোকানের সামনে ট্রাক থেকে নামিয়ে কাভার্ড ভ্যানে ভর্তি করার সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকসসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৩,২৪০পিছ স্ক্রিন ব্রাইট ক্রিম, ২৭০ পিছ স্ক্রিন ব্রাইট মেডিকেটেড সাবান ও ৫,৬০০ পিছ বেটনোভেট ক্রিম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২,৬০,৭০০ টাকা।
আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৩২), ট্রাক চালক নাছিম উদ্দিন (২২) ও কাভার্ড ভ্যান চালক ফজলু মিয়া(২৫)।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য চোরাচালানের মূল হোতা। সে সিলেট মেট্টোপলিটন এলাকার এয়ারপোর্ট থানার চাঁদনীবন এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আরো দুইজন হলেন ট্রাক চালক নাছিম উদ্দিন। সে সিলেট জেলার গোয়াইনঘাট থানার উজান ফতেপুর গ্রামের আব্দুল খালিক এর ছেলে এবং অপর আসামি ফজলু মিয়া সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের মোঃ আঙ্গুর মিয়া’র ছেলে।
মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।