ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ডিএলএস পদ্ধতিতে টাইগারদের ১৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা।
গতকাল বুধবার (৫ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস চলাকালে বৃষ্টির বাধায় খেলা বন্ধ ছিল দুই বার। এক তাওহীদ হৃদয়ের হাফ-সেঞ্চুরি ছাড়া বাকি সবাই ধুঁকতে থাকায় ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। এরপর ডিএলএস পদ্ধতিতে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ১৬৪। তবে আফগানরা ২১ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান করার পর বৃষ্টির বাগড়ায় বল আর মাঠে গড়ায়নি।
এদিকে রশিদ-নবিদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচও চট্টগ্রামেই হবে। দুই দলের ১২ বারের দেখায় জয়জয়কার বাংলাদেশের। ৭ জয়ের বিপরীতে ৫ ম্যাচে হেরেছে সাকিব-তামিমরা। তবে টাইগারদের সাত জয়ের চারটিই আবার হোম ভেন্যুতে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্যদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২২ গজে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে লাল-সবুজের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম এবং বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
এই সিরিজের আর একটি ম্যাচ খেললেই প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন মুশি। এখন পর্যন্ত দেশের হয়ে ২৪৯টি ম্যাচে খেলেছেন মিস্টার ডিপেন্ডেবল। এর মধ্যে ৯ শতক ও ৪৪ হাফ-সেঞ্চুরিতে ২৩৩ ইনিংসে ৭ হাজার ১৮৮ রান করেছেন উইকেটরক্ষক এই ব্যাটার। মুশির পর দ্বিতীয় সর্বোচ্চ ২৪১টি ওয়ানডেতে খেলেছেন তামিম ইকবাল।
এই সিরিজে আর মাত্র ৪টি উইকেট শিকার করতে পারলেই চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মোস্তাফিজ। ৮৮ ম্যাচের ৮৭ ইনিংসে ১৪৬ উইকেট নিয়ে ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চারে আছেন দ্য ফিজ। এই তালিকার শীর্ষে থাকা সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে ৩০২ উইকেট নিয়েছেন। তালিকার দুই ও তিনে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা (২৬৯ উইকেট) ও আব্দুর রাজ্জাক (২০৭ উইকেট)।
ঘরের মাঠে তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর মাত্র একটি উইকেটের দরকার দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এর মধ্যে শুধু ‘হোম অব ক্রিকেট’ গ্রাউন্ড মিরপুরেই সাকিব নিয়েছেন ২৪৭ উইকেট।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন