কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানে ৪০ কেজি গাঁজা ও অটোরিকশাসহ দুই চোরাকারবারি গ্রেফতার হয়েছে।
রবিবার বিকালে নাগেশ্বরী উপজেলার ভাঙ্গামোড় মনোদ্দির তেপতি নামক এলাকায় নাগেশ্বরী- কুড়িগ্রাম সড়কে কুড়িগ্রামগামী একটি অটোরিকশা তল্লাশি করে গাঁজা উদ্ধার পুর্বক তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় ফারুক মিয়া (২৫) নামের এক চোরাকারবারি পালিয়ে গেলেও অপর দুজন গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় এলাকার আজিবর রহমানের ছেলে আমিনুল ইসলাম (২৭) ও কুড়িগ্রাম সদর উপজেলার হিঙ্গনরায় ডাকবাংলো পাড়া এলাকার আকবর আলীর ছেলে আল-আমিন (২৫)।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় কুড়িগ্রামগামী একটি অটোরিকশা তল্লাশি করে গাঁজা সহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে নাগেশ্বরী থানায় এনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান