খুলনার পাইকগাছার সম্ভ্রান্ত কাগজী পরিবারের সন্তান, লস্কর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন সীমানা ছাড়িয়ে বিভিন্ন জেলা, উপজেলার প্রতিবন্ধীদের নানাভাবে সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন প্রতিবন্ধী উন্নয়ন ট্রাষ্ট। যার মাধ্যমে তিনি শুক্রবার সকালে অশাশুনী উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের হত দরিদ্র পরিবারের এক শিক্ষিত শারীরিক প্রতিবন্ধী খায়রুল ইসলামেকে প্রদান করেছেন একটি কম্পিউটার, খাদ্য সামগ্রী ও কিছু নগদ টাকা।
খায়রুল ইসলাম ডাবল স্নাতকোত্তর পাশ করে বেকারত্বের অভিশাপ নিয়ে অসহায় জীবণ যাপন করছে। হুইল চেয়ারে ঘুরে ঘুরে ভিক্ষা করে সংসার চালাতো। বিষয়টি নজর কাড়ে প্রতিবন্ধী অভিভাক চেয়ারম্যান তুহিনের। ভাবে ভিক্ষাবৃত্তি করে বেড়াচ্ছিল। তিনি পাইকগাছা উপজেলা লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের কাছে এসে তার করুণ কাহিনী খুলে বলে। তার কথা শোনে চেয়ারম্যান প্রতিবন্ধীকে স্বাবলম্বী করতে কি করলে তিনি ভিক্ষা ছাড়বেন ও স্বাবলম্বী হতে পারেন। তিনি কম্পিউটার চালাতে পারেন আর এটা হলে তার ভাল হয়। একথা শোনে বুঝে তাকে একটি কম্পিউটার দিতে প্রতিশ্রুতি দেন। সে মোতাবেক শুক্রবার তার বাড়ীতে যেয়ে একটি কম্পিউটার এল ই ডি মনিটর সহ প্রায় ৫০ হাজার টাকার হাজার টাকার মালামাল প্রদান করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রফিকুল ইসলাম কম্পিউটার, এল চেয়ারম্যান তুহিন বলেন, প্রতিবন্ধীদের পাশে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। ওরা বড় অসহায় সমাজের অনেকেই আছে যারা প্রতিবন্ধীদের অবেলা করে যা দেখে নিজেকে মাঝে মধ্যে অপরাধী মনে হয়। তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারলে তাদেরকে দেশের সম্পদ হিসাবে গড়ে তোলা সম্ভব। এ প্রতিবন্ধী কয়েক জায়গায় চাকরীর পরীক্ষা দিয়েছেন দুই জায়গায় লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। সামনে মৌখিক পরীক্ষা যাতে তিনি চাকরিটা পেতে পারে সে কারণে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধি অভিভাবক ফোরামের সভাপতি, ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি ট্রাষ্টের সভাপতি, সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, ভিলেজ পাইকগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিবন্ধী সুভাষ চন্দ্র মন্ডল, সাংবাদিক এস এম বাবুল আক্তার, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মজিবুর রহমান, পাইকগাছা পৌরসভা কৃষক লীগের সভাপতি মৃত্যুঞ্জয় সরদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা তেজেন মন্ডল, সতীন্দ্র নাথ সরকার, সালামুন হোসেন, বাসুদেব কুমার দাস, প্রশান্ত মন্ডল ও দিনারুল ইসলাম সানা।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি