বিশ্বজুড়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেল শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’। এই সিনেমা ঘিরে চলছে, উচ্ছ্বাস। উত্তেজনার ভাসছে শাহরুখ ভক্তরা। এছাড়া ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে রাজকুমার হিরানি নির্মিত এই সিনেমা।
মুক্তির প্রথম প্রহর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে ‘ডানকি’। তবে মুক্তির প্রথম দিনে ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় এ সিনেমার অবস্থান সপ্তম। এ তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ অভিনীত ‘জাওয়ান’ (৬৫.৫ কোটি রুপি) ও ‘পাঠান’ (৫৫ কোটি রুপি)। অর্থাৎ নিজের সিনেমার রেকর্ড নিজে ভাঙতে পারেননি শাহরুখ।
বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘ডানকি’ আয় করেছে ৩২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৬৫ কোটি রুপি।
প্রথমবার ‘ডানকি’ সিনেমায় শাহরুখের সাথে কাজ করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম