রোনাভাইরাসের পরিস্থিতিতে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করা ভার্চুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’ এর মাধ্যমে রোগীরা ঘরে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারের সঙ্গে কথা বলে সেবা গ্রহণ করতে পারবেন।
সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এ সেবা। লাইফ স্টাইল বিষয়ক প্ল্যাটফর্ম ‘কথা’, ‘আমার ল্যাব’ ও অ্যারগো ভেনচারস লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে হ্যালো ডক।
বুধবার (১৫ এপ্রিল) ‘কথা’ টেকনোলজিসের চেয়ারম্যান মাহবুব জামান বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারদের ৮০ শতাংশ সেবাই ঘরে বসে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করা সম্ভব। এ ছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে অবস্থান করে রক্ত পরীক্ষা সেবা ও জরুরি অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করা যাবে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমার ল্যাবের ফেসবুক পেজ (https://web.facebook.com/amarlab.bd/) এবং কথা অ্যাপ থেকে হ্যালো ডকের সেবা নেওয়া যাবে।
সেবা গ্রহণ অত্যন্ত সহজ ও সেবা গ্রহণ করার জন্য নতুন কোনো অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। একজন রোগী ফেসবুক ম্যাসেঞ্জারের স্মার্ট চ্যাট বটের মাধ্যমে সেবাটি গ্রহণ করতে পারবেন।