শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে প্রস্তুত ভবনটি। দীর্ঘ ২৮ বছর ধরে নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা ডাকসু বলতে বুঝতো কেবল সংগ্রহশালা আর ক্যান্টিন।
কিন্তু দীর্ঘদিন পর নেতৃত্ব বিকাশ ও সংস্কৃতিচর্চার ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে অচলায়তন ভেঙে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে ডাকসু ভবনেরও সংস্কারে হাত দিয়েছে কর্তৃপক্ষ। ভিপি-জিএস (সহ-সভাপতি, সাধারণ সম্পাদক) ও সম্পাদকদের জন্য প্রস্তুত করা হচ্ছে কক্ষগুলো।
ডাকসুর অফিস প্রধান আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা সংস্কার কাজ পরিচালনা করছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে শেষ করতে পারব।’
নির্মাণ শ্রমিক তাজুল ইসলাম বলেন, আমরা আটজন কাজ করছি। রং ও বোর্ড পরিবর্তন করা হচ্ছে। আরো সপ্তাহখানেক সময় লাগবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের কাজ একসঙ্গে দেয়নি। এর কারণে একটু সময় বেশি লাগছে। তবে নির্বাচনের আগে শেষ করতে পারবো।