ঠাকুরগাঁও ৫/- ৩ আসন (রাণীশংকৈল- পীরগঞ্জ) উপ-নির্বাচনের মোট ১২৮ টি কেন্দ্র এবং ৮০৮ টি বুদের ফলাফলে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী একতারা প্রতীকে সতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩ শ ৯ ভোট।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর, ও রিটার্নিং অফিসার ঠাকুরগাঁও -৩ জিএম সাহাতাবউদ্দিন বুধবার রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ১২৮ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এছাড়াও ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ১১ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন, জাকের পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক এমদাদুল হক (গোলাপ ফুল প্রতীক) ২২৫৭, সিরাজুল ইসলাম (টেলিভিশন প্রতীক) ১৪১২, এবং সাফি আল আসাদ (আম প্রতীক) নিয়ে পেয়েছেন ৯৫৩ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩ শ ৩৪ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬.২৯ পার্সেন্ট।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান