ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম গ্রেফতার হয়েছেন। গত বুধবার ২ অক্টোবর ভোররাতে সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ এলাকায় আ.লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ৫ আগস্ট সরকার পট পরিবর্তনের পর তিনি আত্মগোপনে ছিলেন।
গত বৃহস্পতিবার ৩ অক্টোবর তাকে ঠাকুরগাঁও জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, রুহিয়া থানার রামনাথ বাজারের ওই আওয়ামী লীগের নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলুর করা বালিয়াডাঙ্গী থানার জমি দখল ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় তিনি প্রধান আসামী ছিলেন। এছাড়াও ওই মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়।
প্রসঙ্গত: আলহাজ্ব মো. দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি