হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি ইউনিয়নে শান্তিপূর্ন ভোটে বড়গাঁও ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত মোঃ ফয়জুর রহমান (নৌকা) এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোঃ মতিউর রহমান মতি (মোটর সাইকেল) প্রতীকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাতে সংশ্লিষ্ঠ নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেন।
৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮ টা হতে বিকেল ওই দুটি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে বড়গাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোঃ ফয়জুর রহমান , ৫ হাজার ৯১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আবু সাঈদ নুর আলম বাবু (ঘোড়া) স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৩২৬ ভোট। অপরদিকে সেনুয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত মোঃ মতিউর রহমান মতি (মোটর সাইকেল) ২ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত নোবেল কুমার সিংহ (নৌকা) পেয়েছেন ১ হাজার ৯৫৮ ভোট। দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
প্রসঙ্গত: গত বছরের ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় চতুর্থ ধাপে ২২ ইউনিয়নের মধ্যে ২০টিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ওই ২০ টি ইউপি’র ফলাফলে ১৫ টিতে নৌকা এবং ৫ টিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।