হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের বিভিন্ন অভিযান স্বচ্ছতা ও জবাব দিহিতার আওতায় আনতে বডিওয়ার্ন ক্যামেরা’র ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন দুপুরে পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি, পুলিশের যেকোন ধরণের অভিযানে শরীরে স্থাপিত ক্যামেরার ব্যবহার, কৌশলসহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।
পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এই ক্যামেরার মাধ্যমে পুলিশের যেকোন অভিযানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে ভিডিও এবং ছবি দ্রুত সময়ের মধ্যে পুলিশের হাতে পৌছে যাবে। জেলার গোয়েন্দা ও ট্রাফিক শাখার ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।